সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জাজিরায় অস্ত্র ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার 

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জাজিরায় অস্ত্র ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার 

শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন থেকে শনিবার (২৫ মে) লিজা আক্তার (২৫) নামের এক নারীকে ৪০ ইয়াবার পাশাপাশি একটি ওয়ান শুটার গান ও ৮ রাউন্ড তাজা লিট-কার্তুজসহ আটক  জাজিরা থানার একটি চৌকোষ টিম। আটক লীজা আক্তার মূলনার বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর স্ত্রী।

শনিবার (২৫ মে) মূলনা ইউনিয়নের লাউখোলা বাজারের পাশে বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর নিজ বসত বাড়িতে থাকা তার ঘরের মধ্যে অভিযান চালিয়ে কার্তুজসহ অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি জানিয়েছেন জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক।

এ ঘটনায়, আক্কাস ঢালী ও তার স্ত্রী লীজা আক্তারকে আসামি করে অস্ত্র আইনে একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপর একটিসহ মোট ২টি মামলা হয়েছে বলে জানিয়েছে জাজিরা থানা পুলিশ।

বিষয়টি নিয়ে শরীয়তপুর জেলা পুলিশের নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবীব জানান, আমরা মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে গিয়ে প্রথমে মাদক উদ্ধার করে পরে আরও মাদক রয়েছে কিনা তা খুঁজতে গিয়ে এই অস্ত্র ও গুলি পাই। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে।

টিএইচ